ফের নক্ষত্র পতন সুরের আকাশে, প্রয়াত হল বিশিষ্ট গজলশিল্পী ভূপিন্দর সিং
বেস্ট কলকাতা নিউজ : ফের দুঃসংবাদ এলো বিনোদন দুনিয়ায় । প্রয়াত হল বিশিষ্ট গজলশিল্পী ভূপিন্দর সিং। শ্রোতারা চিরকাল মনে রাখবেন গজল শিল্পী হিসেবে তাঁর ভূবন ভোলানো কণ্ঠ।সোমবার ভূপিন্দর সিং সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুহুর হাসপাতালে। সঙ্গীতজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গজল শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই। আজ মঙ্গলবার ভূপিন্দর সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানান তাঁর স্ত্রী তথা জনপ্রিয় গায়িকা মিতালি সিং।

বেশ কয়েকদিন ধরে রোগে ভুগছিলেন বলে খবর। সোমবার গজল শিল্পী ভূপিন্দর সিং বিদায় নিলেন চিরকালের জন্য। ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসক দীপক নমযোশি জানান, দিন দশেক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভূপিন্দর সিং।এমনকি ভুগছিলেন কোলন ক্যান্সারে। করোনা টেস্ট করানো হয় প্রবীণএই শিল্পীর। করোনার রিপোর্ট পজিটিভ আসে দিন পাঁচেক আগেই।