ফের নয়া রেকর্ড গড়ল মহারাষ্ট্র! ১৬,৬২০ জন করোনা আক্রান্ত হলেন ১ দিনেই
বেস্ট কলকাতা নিউজ : মহারাষ্ট্রের করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে ছিল বেশ কয়েক মাস আগেও। কিন্তু কয়েকদিন ধরেই মাত্রাতিরিক্ত ভাবে বেড়েই চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা । নতুন করে মহারাষ্ট্রে ফের করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৬২০ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,১৪,৪১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২,৮৬১জনের। মহারাষ্ট্র রবিবার ফের আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় লকডাউন বা নাইট কার্ফু জারি করার পরও। এর মধ্যেও করোনাকে হারিয়ে ২১,৩৪,০৭২জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । শুধুমাত্র গতকাল অর্থাত্ রবিবারেই সুস্থ করে তোলা হয়েছে ৮,৮৬১ জনকে। ৫,৮৩,৭১৩ জন ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রয়েছেন নিজেদের বাড়িতেই।
শুধুমাত্র বাণিজ্য নগরী মুম্বইতেই নতুন করে ১,৯৬৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন, করোনায় নতুন করে ১,৭৮০ জন আক্রান্ত হয়েছেন পুনেতে , নাগপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৯৭৬ জন। মহারাষ্ট্রে প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে এখন সারা দেশেই করোনা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। এমনকি সুস্থতার হারের চেয়ে বেশি হচ্ছে দৈনিক সংক্রমণের হার।দেশে সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে করোনার নতুন স্ট্রেনের জেরে।