ফের বড়সড় ধাক্কা বাঙালির আবেগে ! অবশেষে বন্ধ হয়ে গেল ব্রিটানিয়া বিস্কুট কারখানা
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে আবারও বন্ধ হয়ে গেল আরও একটি কারখানা। তালা পড়ে গেল প্রায় ১০০ বছরের পুরনো এই কারখানায়।কলকাতার তারাতলায় বন্দরের জায়গা লিজে নিয়ে দশকের পর দশক ধরে চলছিল এই ব্রিটানিয়া বিস্কুট কারখানা। ব্রিটানিয়া বিস্কুটের সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই চর্চা বাড়ছে এত পুরনো একটি বিস্কুট কারখানা বন্ধ হওয়া যাওয়া নিয়ে।
মূলত বন্ধ হয়ে গেল তারাতলার প্রায় ১০০ বছরের পুরনো ব্রিটানিয়া বিস্কুট কারখানা। স্থায়ী-অস্থায়ী মিলিয়ে এক ধাক্কায় কাজ হারালেন শতাধিক শ্রমিক। কারখানায় উৎপাদন নিয়ে কোনও সমস্যা ছিল না বলে দাবি শ্রমিকদের। এমনকী উৎপাদিত বিস্কুটের বাজারে চাহিদাও ভালোই ছিল বলে দাবি তাঁদের। ঠিক কী কারণে কর্তৃপক্ষ কারখানা বন্ধের মতো সিদ্ধান্ত নিলেন, তা বুঝতে পারছেন না শ্রমিকরাও।