মেট্রো আর চলল না শোভাবাজার স্টেশনে ঢোকার পর , নিত্য যাত্রীরা চরম বিপাকে পড়লো দিনের ব্যস্ত সময়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একে ব্যাপক গরম। তাতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তারপর ব্যস্ত সময়ে আবার চরমে মেট্রোয় বিভ্রাট। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়ে নিত্যযাত্রীরা। কবি সুভাষ মুখী মেট্রোয় দেখা যায় যান্ত্রিক গোলযোগ। আর যার জেরে মেট্রো দাঁড়িয়ে যায় শোভাবাজার মেট্রো স্টেশনে।

এদিকে মেট্রো রেল সূত্রে খবর, দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো যথারীতি আসছিল। সকাল সাড়ে এগারোটা ঘটে চরম বিপত্তি। তবে শোভাবাজার মেট্রো স্টেশনে ঢুকতেই বিপত্তির মুখে পড়ে দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো ট্রেনটি। এমনকি দেখা দেয় ব্যাপক গোলোযোগও । সঙ্গে-সঙ্গে মেট্রো কর্তৃপক্ষর পক্ষ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। জানা গিয়েছে, মেট্রোর রেকের কিছু সমস্যা হয়েছে। সেই কারণেই মেট্রো চলাচল সেই মুহূর্তে বন্ধ রাখা হয় । তবে সেন্ট্রাল থেকে কবি সুভাষগামী মেট্রো চলাচল চালু থাকে । অন্যদিকে, স্বাভাবিক থাকে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *