ফের বড়সড়ো রদবদল নদিয়ার পুলিশ প্রশাসনে, বদলি করা হলো বেশ কয়েকজন ওসি কে
বেস্ট কলকাতা নিউজ : নদীয়ার পুলিশ প্রশাসনে ফের ঘটানো হল বড়সড় রদবদল।সংশ্লিষ্ট থানা থেকে অন্য থানায় বদলি করা হলো কয়েকটি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে। এই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে জারি করা হয়েছিল একটি নির্দেশিকাও । থেকে এটা রুটিন বদলি বলে জানানো হয়েছে নদীয়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।নতুন নির্দেশিকা অনুযায়ী, তাপস কুমার ঘোষ হলেন ধুবুলিয়া থানার ওসি , অনিমেষ কুমার দে হলেন কালীগঞ্জ থানার ওসি। কালীগঞ্জ থানার পূর্বতন ওসি পার্থ প্রতীম রায় কে বদলি করা হয়েছে তেহট্ট থানায়।