ফের রাজ্যে মৃত্যু ব্ল্যাক ফাংগাসে, মৃতের সংখ্যা বেড়ে হল ৪ জন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে আরও একজনের মৃত্যু হল ব্ল্যাক ফাংগাসে৷ এই নিয়ে রাজ্যে ৪ জনের মৃত্যু হল ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে৷ মঙ্গলবার কলেজে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয় কলকাতা মেডিক্যালে৷ এখনও পর্যন্ত রাজ্যে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হলেন মোট ২৫ জন৷ কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে খবর, আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধা ৷ তিনি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হন করোনা থেকে সুস্থ হওয়ার পর৷

চিকিৎসকদের একাংশের মতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয় কোভিড চিকিৎসায় অনিয়ন্ত্রিত স্টেরয়েডের ব্যবহার৷ এই সুযোগেই ধুলোবালির সঙ্গে মানবদেহে ব্ল্যাক ফাংগাস ঢুকে পরে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়। তবে,এই রোগ ছোঁয়াচে নয় ।সংক্রমিত হয় না এমনকি এক জনের থেকে অন্য জনের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *