ফের সুখবর পুজোর মরশুমে , মহালয়ার আগেই ট্রাক-ট্রাক পদ্মার ইলিশ ঢুকলো এ রাজ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বর্ষা এসেছিলো । বাজারে ইলিশও উঠেছিল। কিন্তু বাঙালির পাতে পড়েনি পদ্মার ইলিশ। তবে দুর্গাপুজোর আগেই এলো এক বিরাট সুখবর। পুজোর আগে ইলিশ উপহার দিলো বাংলাদেশ। জানা গিয়েছে, গতকাল রাতেই পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে বারো টন ইলিশ ঢুকেছিল ভারতে। পরবর্তীতে আরো পাঁচটি ট্রাক এ ২৫ টন ইলিশ ঢুকেছে বলেই পেট্রাপোল বন্দর সূত্রে খবর মেলে । এরপর সেই ইলিশ আজ বৃহস্পতিবার কলকাতা এবং হাওড়ার বাজারের পৌঁছয়। খুচরো মাছ ব্যবসায়ীরা এদিন ইলিশ মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয়।

এদিকে বৃহস্পতিবার প্রথমে ইলিশের গাড়ি গুলিতে ২৪০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে। ৮০০ গ্রাম থেকে এক কিলো ২০০ গ্রাম সাইজের ইলিশ মাছও আসে বাজারে। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। খুচরো বাজারে এর দাম পড়বে কত কিলোগ্রাম তা মূলত মাছের ওজন তার উপর ভিত্তি করে। এ দিকে, পুজোর মুখে পদ্মার ইলিশের আগমনে খুশি এমনকি ভোজনরসিক বাঙালিও। আরো জানা গেছে , হাওড়ার পাইকারি মাছ বাজারে বাংলাদেশের পদ্মার ইলিশ হাজার ১৮০০ থেকে ২০০০ টাকা কিলোগ্রাম বিক্রি হচ্ছে। ফলে এই মাছ কলকাতা সহ শহরতলীর বিভিন্ন খুচরো মাছ বাজারে আনুমানিক ২২০০ থেকে ২৫০০ টাকা কিলোগ্রাম বিক্রি হবে। ফলে ভোজন রসিক বাঙালির পাতে চড়া দামেই এই ইলিশ পড়বে এমনটাই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *