ফের CBI এর ‘প্রভাবশালী তত্ত্ব’, এবার অনুব্রতর জামিন খারিজ হল হাইকোর্টেও ! আপাতত জেলেই থাকছেন টিএমসি নেতা
বেস্ট কলকাতা নিউজ : এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) খারিজ তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের। বুধবার বহু প্রতীক্ষিত এই জামিন মামলায় (Bail Plea) রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ খানিকটা প্রভাবশালী তত্ত্বে খারিজ করেছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিন। জানা গিয়েছে, জেলে বসেই নাকি প্রভাব খাটাচ্ছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। গরু পাচার-কাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে প্রায় ৫ মাস জেল হেফাজতে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তাকে আপাতত আসানসোল জেলেই থাকতে হবে, এমনটাই সূত্রের খবর।
পাশাপাশি শিব ঠাকুরের করা মামলায় পুলিসের ভূমিকাও অনুব্রতর বিপক্ষে গিয়েছে। এই মামলার প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তর বেঞ্চের প্রশ্ন, ‘এক বছর পর কেন ৩০৭ ধারায় এভাবে মামলা দায়ের?’ এই মামলা রায় দিতে গিয়ে ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘গরু পাচার তদন্তের এই পর্যায়ে এসে অনুব্রত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এই মামলায় অনুব্রতর হয়ে সওয়াল করেন আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল।
কিন্তু তাঁর যুক্তিতেও জামিন মামলায় সুরাহা মেলেনি অনুব্রত মণ্ডলের।