ফেসবুকে বন্ধুত্ব করে অপহরণ করা হলো উত্তরপাড়ার বাসিন্দা পিঙ্কি দাস কে
সুমন কারাতি, হুগলী : উত্তরপাড়া থানার অন্তর্গত বি এ মাঠ এলাকার বাসিন্দা সুনীল কুমার দাস,তার একমাত্র ভাগ্নি পিঙ্কি দাস (১৫)প্রায় আট বছর ধরে মামা সুনীল দাসের কাছেই থাকতেন।হিন্দমোটর সারদা মনি গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।পিঙ্কি খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে।পিঙ্কির মা ও বাবা বিহারের শ্রীদলা ফুলবাড়িয়া এলাকার বাদিন্দা ছোটো থেকেই পিঙ্কি মা বাবার কাছেই থাকতেন।কিন্তু পড়াশোনার এতো দায়িত্ব মা বাবা নিতে না পারায় পিঙ্কি উত্তরপাড়ায় মামার বাড়ি চলে আসেন।পিঙ্কির সাথে ফেসবুকে বন্ধুত্ব হয় ভিকি দাস নামে একটি ছেলের এই ভিকি দাস পিঙ্কির পুরোনো গ্রাম বিহারের শ্রীদলার বাসিন্দা।দুজনে বেশ কয়েক মাস ধরে ফেসবুকে চ্যাট করতো,মামা ও মামীর আড়ালে দুজনেই কথা বলতো ফেসবুকে।গত পনেরো তারিখ ভিকি বিহার থেকে উত্তরপাড়ার পিঙ্কির মামা বাড়ির সামনে এসে পিঙ্কি কে ফোন করে ডাকে পিঙ্কি গেলে তাকে বলে চল কোথাও থেকে ঘুরে আসি,এই ঘুরতে যাওয়ার নাম করে একটি গাড়িতে করে পিঙ্কি কে নিয়ে চলে যায় ভিকি।সেদিন বিকেলেই পিঙ্কি মামার বাড়িতে ফোন করে বলে আমি খুব বিপদে আছি।পুলিশ সূত্রে খবর ওই ফোন টি বিহার থেকে এসেছিলো পরে ওই ফোন নাম্বারটি সার্ভিলেন্স দিলে দ্যাখা যায় আবার পরের দিন ওই নাম্বার থেকেই ফোন আসে কিন্তু এবার আর বিহার না দিল্লি থেকে ফোন টা আসে।উত্তরপাড়া থানায় অপহরণ এর বিভিন্ন ধারায় অভিযোগ হয়েছে,পুলিশের তদন্তে সেরকম সদুত্তর না পাওয়ায় খুব চিন্তায় পিঙ্কির মা বাবা থেকে পিঙ্কির মামা মামী।পিঙ্কির পরিবারের আইনজীবী অসীম কর্মকার বলেন আমি নিজে থানায় বারংবার যোগাযোগ করি পুলিশ তদন্তের গতি যদি আরেকটু বাড়িয়ে দেয় তাহলে হয় তো আমাদের এলাকার পিঙ্কি বাড়ি ফিরে আসতে পারে।