ফেয়ার চার্ট লাগাতে হবে প্রতিটি বাসেই , কড়া নির্দেশ রাজ্যের পরিবহণমন্ত্রীর
বেস্ট কলকাতা নিউজ : মঙ্গলবার রাজ্য সরকারের কাছে একটি হলফনামা চেয়ে পাঠানো হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে । আর এই হলফনামার মাধ্যমে বেসরকারি বাস এবং মিনিবাসের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কি না, এসে যায় সেই প্রসঙ্গটিও। আর তারপরই প্রশাসন নড়েচড়ে বসে। এদিকে রাজ্য পরিবহণ দফতরও বুধবার কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে। এদিন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম একটি বৈঠক করেন বেসরকারি গণপরিবহণ এবং পণ্য পরিবহণের মালিকপক্ষের সঙ্গেও। জরিমানা সহ একাধিক ইস্যু নিয়ে এই মিটিং হয় বলে খবর।
বৈঠকের পর ফিরহাদ হাকিম কসবার পরিবহণ ভবন থেকে জানিয়েছেন, প্রতিটি বেসরকারি বাস এবং মিনিবাস স্ট্যান্ডে ডিসপ্লে বোর্ড লাগাতে হবে। এছাড়া নির্দেশ দেওয়া হয়েছে, ফেয়ার চার্ট লাগাতে হবে প্রতিটি বাসে। এছাড়াও রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, সমস্ত বাসে ফেয়ার চার্ট লাগানো হয়েছে কিনা, নজর রাখতে হবে সেই বিষয়ের উপরও ।একই সঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বিভিন্ন বাসস্টপ এবং বাস স্ট্যান্ডে কমপ্লেন বক্স রাখার নির্দেশ দিয়েছেন।