গতবছরের থেকে এবছরে বেশি মামলার নিষ্পত্তি হয়েছে, পরিসংখ্যান দিয়ে জানালো কলকাতা হাইকোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ৭৩ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণের পক্ষে সাংবাদিক সম্মেলন করে বর্তমান বছরের মামলার নিষ্পত্তির পরিসংখ্যানএর তথ্য জানান হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রবীন্দ্রনাথ সামন্ত।

তিনি আরও বলেন, এ বছরে জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্টে ২৯ হাজার ৩০০ মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে মাত্র ৩১ জন বিচারপতি নিয়ে। যেখানে মামলার মোট সংখ্যা ছিল ৩২ হাজার ৬০২, যা বিগত বছরের তুলনায় পরিমানে অনেকটই বেশি। এছাড়াও আন্দামান নিকোবর সহ সারা রাজ্যের নিম্ন আদালত গুলোতেও অনেকটাই বেশি মামলার নিষ্পত্তির সংখ্যা । অন্যদিকে, লোক আদালোতের মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৪০ হাজার ৮৩৭ টি। এবং লোক আদালতে মিটমাট হয়েছে প্রায় ১২৮ কোটি ৮৭ লক্ষ ৭৫ হাজার ৪৯৫ টাকার। জাতীয় আদালতে এবছরে প্রায় আদায়ের পরিমাণ ৪.১৪ কোটি টাকা। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা হাইকোর্টের সেস্কিউ সেন্টিনারি ভবনের সামনে পতাকা উত্তোলন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। উপস্থিত ছিলেন অন্য বিচারপতিসহ হাইকোর্টের কর্মচারী ও আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *