ফ্রান্সের শিল্পীর ছোঁয়ায় হাতিবাগান সর্বজনীনে এবারের থিম হতে চলেছে ‘অথঃ ঘাট কথা’
বেস্ট কলকাতা নিউজ : কলকাতার দুর্গাপুজো গোটা বিশ্বের জনপ্রিয়তম উৎসবগুলির মধ্যে অন্যতম । তবে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণ এই উৎসবে সীমিত । সেই পথ প্রশস্ত করতেই এবার ফ্রান্সের খ্যাতনামা শিল্পী থমাস হেনরিয়টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বাংলার তাপস দত্ত । দুই শিল্পী মিলে কলকাতার খ্যাতনামা পুজো হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপের রূপ দেবেন । প্রতিমার রূপ দেবেন শিল্পী পরিমল পাল । থমাস ও তাপস তাঁদের যৌথ প্রচেষ্টায় দর্শকদের কাছে ফুটিয়ে তুলবেন উত্তর কলকাতার গঙ্গাপারের নানা ঘাটের তথ্য।

কলকাতার দুর্গাপুজোয় প্রতিটি কমিটি দর্শকদের মন জয় করতে নানা চমক নিয়ে হাজির হয় । তেমনই করতে চলেছে এবার হাতিবাগান সর্বজনীন দুর্গাৎসব কমিটি । থমাস হেনরিয়ট কলকাতায় এই বছর একমাত্র বিদেশি শিল্পী, যিনি হাতিবাগান সর্বজনীনের পুজোর মণ্ডপ সাজিয়ে তোলার কাজ করবেন ।এবার সেই থমাস হেনরিয়টের হাতেই হাতিবাগান সার্বজনীনের পুজোর মণ্ডপে ফুটে উঠবে ঘাটের পুরনো অজানা কথা । এবার ৯১ তম বর্ষে হাতিবাগান সর্বজনীনের পুজো ৷ তাদের বিষয় ভাবনা ‘অথঃ ঘাট কথা’ । সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করলেন পুজো কমিটির সদস্য প্রিয়দর্শিনী ঘোষ। তিনি আরো বলেন, “দুর্গাপুজো এখন বিশ্বের দরবারে স্বীকৃত । গোটা বিশ্ব থেকে মানুষ আসেন এই পুজোকে কেন্দ্র করে পাবলিক আর্ট দেখতে । আমরা সেই আবহে বিশ্বখ্যাত শিল্পী থমাসকে পেয়েছি । তিনি এবার কলকাতার দুর্গাপুজোর কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন । হাতিবাগান সর্বজনীন মণ্ডপ সাজিয়ে তুলবেন তিনি।