বগি আলাদা হল চলন্ত ট্রেনের কাপলিং খুলে, যাত্রীরা রক্ষা পেল বড়সড় দুর্ঘটনার হাত থেকে
বেস্ট কলকাতা নিউজ : বৃহস্পতিবার সকালে হাওড়াগামী উলুবেড়িয়া লোকালের যাত্রীরা রক্ষা পেল বড়সড় দুর্ঘটনার হাত থেকে। এদিন চরম বিপত্তি দেখা দেয় চলন্ত ট্রেনের দু’টি বগির কাপলিং খুলে গিয়ে । তবে হাওড়াগামী উলুবেড়িয়া লোকাল বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় গতি কম থাকায়। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন এই ঘটনায় । দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৮মিনিটের ৩৮১০৪ হাওড়াগামী উলুবেড়িয়া লোকালটি স্টেশন থেকে ছাড়ে নির্দিষ্ট সময়ে। সাত এবং আট নম্বর কামরা সংযোগকারী কাপলিং খুলে যায় আবাদা স্টেশনে পৌঁছনোর পরই। ট্রেনটি থমকে যায় প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা।
গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এরপরেই যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। রেল সূত্রে খবর, প্রত্যেক যাত্রীই নিরাপদে রয়েছেন। তাঁদের জন্য তড়িঘড়ি বিকল্প ট্রেনেরও বন্দোবস্ত করা হয়। ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররাও । ঠিক কী কারণে লোকাল ট্রেনের কাপলিং খুলে যায় খতিয়ে দেখা হয় তাও।