বনগাঁয় মৌন মিছিলের আয়োজন করা হল সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই। আর সেই শোক এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারছেন না রাজ্যবাসী সহ বিশিষ্ট নেতৃবৃন্দরা। তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দরা আগের মতো কর্মসূচিতে ফিরেছেন সবকিছু মেনে নিয়েই। বনগাঁয় এক মৌন মিছিলের আয়োজন করা হল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।
মূলত বনগাঁ পৌরসভার পক্ষ থেকে একটি মৌন মিছিলের আয়োজন করা হয় সোমবার সকালে। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার সকল কর্মীবৃন্দ এবং বনগাঁর মানুষজন। মূলত এই মিছিলের আয়োজন করা হয়েছিল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন এর জন্যই। মিছিলটি শুরু হয়েছিল বাটা মোড় থেকে, মতিগঞ্জ এলাকা ঘুরে বনগাঁ ত্রিকোণ পার্ক সংলগ্ন রবীন্দ্র মূর্তির পাদদেশ পর্যন্ত এসে মিছিলটি শেষ হয়।
বনগাঁ পৌর কর্মচারীসহ তৃণমূল কর্মী সমর্থকরা এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন। এমনকি বনগাঁর সাধারণ মানুষজনেরা ও মিছিলে পা মিলিয়েছিলেন বুকে ব্যাচ লাগিয়ে। মানুষটি আজ নেই কিন্তু তিনি অমর হয়ে রয়ে থাকবেন তার উদ্দেশ্যে এই বিশেষ শ্রদ্ধার্ঘ্য বার্তায়।