দিনমজুররাই সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন এ দেশে , এমনটাই বলছে কেন্দ্রের রিপোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দিনমজুররাই সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন দেশ জুড়ে। সম্প্রতি এমনি এক চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে জাতীয় ক্রাইম ব্যুরোর তথ্য অনুযায়ী। তবে কেন্দ্রের প্রকাশিত জাতীয় ক্রাইম ব্যুরোর রিপোর্টে উঠে এসেছে যে দেশ জুড়ে আত্মহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে বলেই। সরকারি তথ্য অনুযায়ী, সারা দেশে ১ লাখ ৫৩ হাজার ৫২ জন আত্মহত্যা করেছেন বিগত ১০ মাসে। এই পরিসংখ্যান প্রায় ১০ শতাংশ বেশি গতবারের তুলনায়।

জাতীয় ক্রাইম ব্যুরোর তথ্য অনুযায়ী, দিন মজুররা সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন জীবিকার দিক থেকে বিচার করলে। দিন মজুররাই রয়েছেন মোট আত্মহত্যার প্রায় ২৪.‌৬ শতাংশ। এরপরেই উঠে এসেছে মানসিক অবসাদে ভুগে গৃহবধূদের আত্মহত্যার ঘটনা। ১৪.‌৬ শতাংশ ঘটেছে এই ধরনের আত্মহত্যার ঘটনা। এছাড়াওআরও অনেক কারণ উঠে এসেছে আত্মহত্যার কারণ বিশ্লেষণ করে। সেখানে দেখা গিয়েছে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন পারিবারিক বিবাদের জেরে। আবার অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শারীরিক অসুস্থতা সহ্য করতে না পেরে। সেইসঙ্গে আত্মহত্যা করেছেন প্রণয়জনিত কারণে, রয়েছে এমন অনেক ঘটনাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *