ববিতা সরকার ডিভিশন বেঞ্চে গেলো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে
বেস্ট কলকাতা নিউজ : এবার ববিতা সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন চাকরি ফেরত চেয়ে ।ববিতা মামলা দায়ের করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে তাঁর আইনজীবী সেই মামলা করার অনুমতি চান । বৃহস্পতিবার সেই মামলার অনুমতি দেন বিচারপতি তালুকদার। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন যাতে ববিতা সরকারের চাকরি বাতিল করা হয়। ববিতার সেই চাকরি পান অনামিকা রায় নামে মামলাকারী। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন ববিতা সরকার।
ববিতা সরকারের বক্তব্য, ৫ শতাংশ ছাড় পাওয়ার কথা তাঁর। এ বিষয়ে তিনি তাঁর ক্যাটাগরির কথা তুলে ধরেছেন। এখন তা আদৌ ডিভিশন বেঞ্চে গ্রাহ্য হবে কি না তা নিয়ে প্রশ্নের অবকাশ আছে। কারণ অনামিকা রায়ের বক্তব্য রয়েছে, এই নম্বরের রিলাক্সেশন বা ছাড়ের আওতায় তিনিও পড়েন। সেক্ষেত্রে অনামিকাও আদালতে তুলে ধরবেন তাঁর দাবি কতটা গ্রহণযোগ্য। পাল্টা ববিতাও নিজের বক্তব্যের সমর্থনে তথ্য় তুলে ধরবেন নতুন করে। একইসঙ্গে আরেকটি প্রশ্নও ডিভিশন বেঞ্চে উঠবে, দীর্ঘ সময় ববিতার মামলার শুনানি চলেছে। সেই সময় কেন অনামিকা আদালতে আসেননি? তবে এবার ডিভিশন বেঞ্চই ঠিক করবে ববিতা তাঁর চাকরি আবারও ফিরে পাবেন কি না।