ববির বিকল্প কেউ নেই করোনা পরিস্থিতির মোকাবিলায়, আটকে রাখায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেলের বাইরে রাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেঁদে ফেলেন সোমবার নারদ মামলায় গ্রেফতারের পরই । তিনি আরও জানান, ‘আমাকে দেওয়া হয়েছিল কলকাতার করোনা মোকাবিলায় গুরুদায়িত্ব, সেটা পালন করতে দিল না।’ অত্যন্ত দক্ষতার সঙ্গে শহর কলকাতায় করোনা নিয়ন্ত্রনে কাজ করছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার পুরপ্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। ভোট মিটতেই রাজ্য সরকার তাঁকে সেই কাজে ব্যবহার করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন তাঁকেই গ্রেফতার করায়। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তিনি জানান, ‘ মাঠে নেমে কাজ করছিল ববি আর ওর টিম। ভালো কাজ করছিল করোনা মোকাবিলায়। সেই ছেলেটাকে আর সুব্রতদাকে তিন-চারদিন ধরে আটকে রেখেছে। ওদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে আমি সেটা জানি।’
মুখ্যমন্ত্রী এদিন আক্ষেপের সুরে বলেন, ‘নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে ছেলেটা ভ্যাকসিনের ট্রায়াল নিল তাঁকে এখনই গ্রেফতার করল। ববি তিন-চারদিন কাজ করতে পারল না, কাজ করতে পারল না সুব্রত দাও। এখন আমাকেই সবটা দেখতে হবে। কোথায় মরদেহ পড়ে আছি কিনা খোঁজ করতে হবে।’ তিনি এদিন এও জানান ববি হাকিমের কোনও বিকল্প নেই। নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা তাও কাজটা করার চেষ্টা করছি অন্যভাবে। কিন্তু একজনের পরিবর্তে অন্যজন কী হয়?’