ভিড়ের আশঙ্কা কালী ও জগদ্ধাত্রী পুজোয়, মামলা দায়ের হতে চলেছে আদালতের হস্তক্ষেপ চেয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হাই কোর্টের হস্তক্ষেপে অবশেষে করোনা আবহে দুর্গাপুজোয় অনিয়ন্ত্রিত ভিড় এড়ানো গিয়েছে চলতি বছর। এমনকি দর্শনার্থীদের ভিড়ও সেরকম ভাবে উপচে পড়েনি প্রতিটি পুজো মণ্ডপকে ‘নো এন্ট্রি’ জোন হিসেবে ঘোষণা করায়। এই একই ধাঁচে এখন কলকাতা হাই কোর্ট পদক্ষেপ গ্রহণ করুক কালী, জগদ্ধাত্রী এবং ছট পুজোয় ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও। হাওড়ার বাসিন্দা অজয় কুমার দে ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন এমনই আরজি নিয়ে। প্রসঙ্গত ইনিই দুর্গাপুজো নিয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। এমনকি তাঁর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়টি সোমবারই আদালতে উল্লেখ করা হবে।

মামলাকারী অজয় কুমার দে’র আরও দাবি, হাই কোর্টের করোনা সংক্রমণের বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে হস্তক্ষেপের ফলেই। যদিও তবে তা পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যাবে না আর কিছুদিন না গেলে। তবে প্রতিদিন সামনে আসছে সংক্রমণের যে পরিসংখ্যান, তাতে ধরে নেওয়া যায় যে এখনও নিয়ন্ত্রণে রয়েছে পুরো বিষয়টি, আপাতত নেই বড় বিপদের কোনো রকম আশঙ্কা। তাই আগামী দিনে রাজ্যে যে উত্‍সবগুলি রয়েছে,আদালত যদি তাতেও একই রকম পদক্ষেপ গ্রহণ করে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তাহলে তা জনস্বার্থের সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *