বরফে ঢাকল দার্জিলিং, বরফ পড়ল এমনকি সান্দাকফুতেও
দার্জিলিং : বরফে ঢাকল দার্জিলিং, বরফ পড়ল এমনকি সান্দাকফুতেও। এদিন সকালে এক ধাক্কায় শৈলশহরের তাপমাত্রা কমে গেল অনেকটাই।আজ সকালে দার্জিলিং এ বরফ পড়ে তাপমাত্রা নেমে যায় অনেকটাই। মার্চের তৃতীয় সপ্তাহে বরফ পড়ায় হঠাৎ পেয়ে যাওয়া জিনিসের মত উৎসাহে নেমে পড়েন পর্যটকেরা। অনেকেই চলে যান টাইগার হিল অথবা ঘুম এ। এখন দার্জিলিং ষ্টেশনেও প্রচুর পর্যটক আসেন। অনেকেই জায়গা কম থাকায় ক্ষোভ উগরে দেন। তুষাড়পাতের সাথে সাথে হালকা বৃষ্টির কারনে তাপমাত্রা নেমে যায় দার্জিলিং। আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে আগামী তিনদিন ধরে একই আবহাওয়া থাকবে দার্জিলিং এ।
নির্বাচনের তারিখ ঘোষনা হয়ে যাবার পরে লোকজন একেবারেই কমে গেছে শৈলশহরে। তবুও তার মধ্যে তাপমাত্রা কমে যাওয়ায় পর্যটকদের ভীড় আবার উপচে পড়েছে শৈলশহরে। যেসব পর্যটক আছেন এখনো পাহাড়ে তারাই আবার তাদের আত্মীয় এবং ঘনিষ্ঠজনকে ফোন করে দার্জহিলিং এর আবহাওয়ার কথা শুনে চলে আসছেন এই শৈলশহরে। যার ফলে হোটেল এবং রেষ্টুরেন্টে ভীড় আছে অনেকটাই।আরো দুই /তিনদিন এই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা এখন কমে দাড়িয়েছে অনেকটাই। তবে তা কতদিন সেটাই ঘুরছে সবার মুখে মুখে।