বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুম্বইয়ে, মৃত কমপক্ষে ১০, অনেকেও আটকে রয়েছে ধ্বংসস্তূপের মধ্যেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একটি চারতলা বিল্ডিং ভেঙে পড়লো মুম্বইয়ের কাছে ভিওয়ান্ডি এলাকায়। ইতিমধ্যেই কমপক্ষে ১০ জনের মৃত্যুও হয়েছে এই ঘটনায়। খবরমিলেছে প্রাথমিক ভাবে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে বলেও। এক শিশুও রয়েছে তাদের মধ্যে। জানা গিয়েছে ধসে গিয়েছে ভিওয়ান্ডির পটেল কমপাউন্ড এলাকার একটি বিল্ডিং। এমনকি আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও। উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল বা এনডিআরএফ। এখনও আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপে অনেকের আটকে থাকারও। মুম্বই পুলিশের স্পেশ্যাল রেসকিউ টিম উদ্ধার কাজে হাত লাগিয়েছে এমনকি এনডিআরএফ-এর সঙ্গেও।

জানা গিয়েছে, সোমবার ভোররাতে ৩টে ৪০মিনিট নাগাদ আচমকাই এলাকা কেঁপে ওঠে বিকট শব্দে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই চারতলা বিল্ডিং। দমকল বাহিনী সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় ঘটনাস্থলে। জানা গিয়েছে, অন্তত ৪০ বছরের পুরনো এই বিল্ডিং। কমপক্ষে এই বিল্ডিংয়ে বসবাস করতেন ২০টি পরিবার। কীভাবে আচমকা এই বিল্ডিং ভেঙে পড়ল নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি সে বিষয়ে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *