বাঁকুড়া জেলায় হাতির তাণ্ডবে নষ্ট হল একাধিক বাড়ি সহ কয়েক বিঘা জমির ফসল
বেস্ট কোলকাতা নিউজ : বাঁকুড়া উত্তর ও সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গল মিলিয়ে ৬৮ থেকে ৭০ টি হাতি রয়েছে। এরমধ্যে রাতে তিনটি হাতি ঢুকে পড়ে বাঁকুড়া উত্তর রেঞ্জের অন্তর্গত মাতলা গ্রামে। বাঁকুড়া জেলার বড়জোড়া, বেলিয়াতোড়, বাঁকুড়া উত্তর ও সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গল মিলিয়ে ৬৮ থেকে ৭০ টি হাতি রয়েছে। এরমধ্যে রাতে তিনটি হাতি ঢুকে পড়ে বাঁকুড়া উত্তর রেঞ্জের অন্তর্গত মাতলা গ্রামে। গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে তাণ্ডব চালায়। দরজা ও দেওয়াল ভেঙে বাড়ির মধ্যে ধান নষ্ট হাতিগুলি। স্থানীয়দের দাবি, এলাকায় হাতির হানায় চারটি বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে গ্রাম ছাড়লেও লাগোয়া আলুর জমি তছনছ করে দেয় হাতিগুলি। স্থানীয়দের দাবি এক রাতেই তিনটি হাতির হানায় প্রায় ১০ থেকে ১২ বিঘে জমিতে আলু নষ্ট হয়েছে। স্থানীয়দের অভিযোগ গ্রামে হাতির হানার খবর বারবার বন দফতরে দেওয়া হলেও বন দফতরের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামাবাসীদের দাবি, ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দূরের জঙ্গলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক বন দফতর।