বাংলার এই সরকারি হাসপাতালকে নির্বাচন করা হল রাশিয়ার ‘স্পুটনিক ভি’-র প্রথম ট্রায়ালের জন্য
বেস্ট কলকাতা নিউজ : ভারতে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে রাশিয়ার ‘স্পুটনিক ভি’-র দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের। সূত্রের খবর, প্রাথমিক ভাবে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে স্পুটনিক ফাইভের ট্রায়ালের জন্য। নভেম্বরের শেষেই রাশিয়ার তৈরি করোনা প্রতিষেধক প্রয়োগ করা হবে এই হাসপাতালেরই ১২ জন স্বেচ্ছাসেবকের শরীরে। ডক্টর রেড্ডিস স্পুটনিক ভি-র পরীক্ষামূলক প্রয়োগ করবে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বা আরডিআইএফের সঙ্গে হাত মিলিয়ে। আরডিআইএফ এও জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগ করা হবে ১০০ জন ভারতীয় স্বেচ্ছাসেবকের ওপর। এই প্রয়োগ সফল হলে তারা ডক্টর রেড্ডিসে পাঠাবে স্পুটনিকের ১০ কোটি ডোজ।
ডক্টর রেড্ডিস ল্যাব কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোল্ড স্টোরেজের অবস্থা, ট্রায়ালের উপযুক্ত পরিস্থিতি আছে কি না এবং হাসপাতালের ট্রায়ালের অভিজ্ঞতা আছে কি না, খতিয়ে দেখা হয়েছে এমনকি তার সমস্ত রেকর্ডও। সূত্রের খবর অনুযায়ী এও জানা গিয়েছে, সাগর দত্তে ট্রায়ালের পর ফলাফলের ভিত্তিতে কলকাতার আরও দুই বেসরকারি হাসপাতালেও রুশ ভ্যাকসিনের তৃতীয় ধাপ ট্রায়ালের কথা ভাবা হচ্ছে বলেও। পিয়ারলেস এবং মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের নামও রয়েছে সেই তালিকায়।