বাংলার জন্য বরাদ্দ ১ কোটি কোভিড টিকা , রাজ্যে টিকাকরণে গতি বাড়ছে তৃতীয় ঢেউ রুখতে
বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্র সরকার রাজ্যের জন্য অতিরিক্ত ২৯ লক্ষাধিক কোভিড প্রতিষেধক বরাদ্দ করল তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই। কেন্দ্র সরকার চলতি মাসে ৭ লক্ষাধিক অতিরিক্ত টিকা পাঠিয়েছে রাজ্যের বরাদ্দ থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে অগস্টে আরও ২২ লক্ষাধিক টিকা পাঠানো হবে বলেও। সোমবার রাতে বাংলার জন্য অতিরিক্ত টিকা বরাদ্দের বিষয়টি স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট দফতরের টিকাকরণের সঙ্গে যুক্ত এক শীর্ষ আধিকারিক। রাজ্যের স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান টিকার পরিমাণ বাড়লে স্বাভাবিক ভাবেই রাজ্যে টিকাকরণে গতি আসবে বলেই।
অগস্ট মাসে কেন্দ্র সরকার রাজ্যের জন্য বরাদ্দ করেছিল প্রায় ৭৩ লক্ষ টিকা। এ বার আরও ২২ লক্ষাধিক টিকা আসার আশ্বাসে অনুমান করা হচ্ছে রাজ্যে টিকা নিতে যে হয়রানির শিকার হতে হচ্ছে, তা থেকে সাময়িক স্বস্তি মিলবে বলেও। আরও মনে করা হচ্ছে রাজ্যের জন্য অতিরিক্ত ২০ লক্ষ কোভিশিল্ড এবং আড়াই লক্ষ মতো অতিরিক্ত কোভ্যাক্সিন টিকা অগস্টের শেষ সপ্তাহের মধ্যেই চলে আসবে বলেও। ইতিমধ্যেই মঙ্গলবার সকালে বাগবাজারের রাজ্য স্বাস্থ্য দফতরের মেডিক্যাল স্টোরে চলে এসেছে ১ লক্ষেরও বেশি কোভ্যাক্সিন। এই দিন বিকেলে আরও ৬ লক্ষ কোভিশিল্ড আসার কথা রয়েছে বলে জানান এক স্বাস্থ্য আধিকারিক। এদিকে সোমবার এক রাজ্য স্বাস্থ্য দফতর মাইল ফলক ছুঁয়েছে দিনে ৫ লক্ষাধিক টিকাকরণ করে। একই সঙ্গে কোভিডের দ্বিতীয় টিকা পেলেন রাজ্যের মোট এক কোটি মানুষও।