বাংলার দ্বিতীয় নন্দন বলা হত দীনবন্ধু মঞ্চকে, বর্তমানে তা এক প্রকার যেন হারিয়ে যেতে বসেছে কালের অতল অন্ধকারে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আজ থেকে প্রায় ৩৬ বছর আগে শিলিগুড়িতে আমরা পেয়েছিলাম বাংলার দ্বিতীয় ” নন্দন ” ” দীনবন্ধু মঞ”কে একটা সময় ছিল এই প্রেক্ষাগৃহ হার মানাত শিলিগুড়ির তাবড় তাবড় সিনেমা হল গুলিকে। একের পর এক বাংলা সিনেমা, ইংরেজি সিনেমা এবং হিন্দি সিনেমা আমরা পেয়েছিলাম এই মঞ্চের কাছ থেকে। বাংলার সমস্ত সেলিব্রিটি রা উপস্থিত হয়েছিলেন বা আমন্ত্রিত হয়েছিলেন এই দীনবন্ধু মঞ্চের অনুষ্ঠানে। শহরের একেবারে মধ্যখানে অবস্থিত হওয়ায় সবার পক্ষেই সহজ ছিল এই দীনবন্ধু মঞ্চে আসা। টিকিটের দামও খুব একটা বেশি না থাকায় ( সরকারি সিনেমা হল) হওয়ায় মানুষের অনেকটাই সুবিধা হয়েছিল। কিন্তু জনপ্রিয়তা এক সময় শীর্ষে পৌঁছেছিল, কিন্তু বর্তমানে একেবারেই ফিকে হয়ে গিয়ে মলিন গেছে। যদিও বাংলা এবং হিন্দি সিনেমা আমরা পাই , কিন্তু বর্তমানে নেটফ্লিক্স এবং অন্যান্য সোশ্যাল সিনেমা জগত যেন অনেকটাই হারিয়ে দিচ্ছে শিলিগুড়ির আমাদের প্রিয় ” দীনবন্ধু মঞ্চকে “।

এদিকে মানুষ যে একেবারেই আসছেন না তা না, কিন্তু তা একেবারেই নগণ্য। যদিও রাজ্য সরকারের সহযোগিতায় আবার নবরূপে তৈরি হয়েছে তথ্য কেন্দ্র বা দীনবন্ধু মঞ্চ, কিন্তু তার পরেও কোথায় যেন হারিয়ে গেছে সবকিছু। এদিকে লোক না আসার কারণে বা একেবারেই কম হওয়ার কারণে সিনেমা চালানোই ঝুঁকি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দীনবন্ধু মঞ্চের কর্মরত বেশ কয়েকজন আধিকারিক। তবে কি আমরা আবার নতুনভাবে পাব না আমাদের অতি প্রিয় দীনবন্ধু মঞ্চকে ? ঠিক কোথার থেকে শুরু করতে হবে আমরা কেউ জানিনা, তবে শিলিগুড়ির মানুষের অতি প্রিয় দীনবন্ধু মঞ্চকে আবার জাগিয়ে তোলার দায়িত্ব কিন্তু শিলিগুড়ির মানুষেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *