‘বাংলা এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক শতাব্দী প্রাচীন’, লন্ডনের রাস্তায় হেঁটে অনুভূতির কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই লন্ডনে পা রেখেছেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শহরে পা রেখেই উঠেছেন বাকিংহাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে। এদিকে ভারতীয় হাইকমিশনেরও একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের পূর্বে হাঁটতে বেরিয়ে পড়েন মমতা ব্যানার্জি। শহরের নানা অংশে হেঁটে তাঁর অনুভূতি ব্যক্ত করেন নিজের ফেসবুক হ্যান্ডলেও।

একটি ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। লন্ডনের রাস্তায় হেঁটে বেরাচ্ছেন তিনি। সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ, নিরাপত্তা প্রধান পীযূষ পান্ডে, শিল্পপতি সত্যম রায়চৌধুরী এবং তাঁর পুত্র দেবদূত রায়চৌধুরী। বাকিংহাম প্যালেসের সামনে দিয়েও হেঁটে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেই ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ”বাংলা এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক রয়েছে বহু শতাব্দী ধরে। যার মূলে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্য। লন্ডনে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা এমন একটি শহরে পা রেখেছি যা কলকাতার মতোই তার অতীতের ভার বহন করে চলছে বর্তমানের গতিশীলতাকে আলিঙ্গন করে।
” মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ”দিনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে, আমি লন্ডনের কালজয়ী সৌন্দর্য উপভোগ করতে কিছুক্ষণ সময় নিয়েছিলাম। শহরটি একটি প্রাচীন বিশ্বের আকর্ষণকে তুলে ধরে, যা ইতিহাস এবং বিবর্তনের কথা বলে। এমন মূল্যবোধ যা বাংলাও তার হৃদয়ের কাছাকাছি ধরে রেখেছে।” তাঁর আরও সংযোজন, ”আমি ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্ক আরও গভীর এবং আরও শক্তিশালী করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।”