মেয়াদ শেষ লিজের, মোদী সরকার ঘরছাড়া করল পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রীয় সরকারের ঘর পেয়েছিলেন শিল্পী কোটায় । এমনকি তাঁরা ওই আবাসনেই বসবাস করছিলেন বিগত কয়েক দশক ধরে। ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, তাঁদের আর থাকতে দেওয়া হবে না ওই আবাসনে। সম্প্রতি তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে, আবাসনগুলি খালি করে দিতে হবে ২ মে-র মধ্যে। যাঁদের ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ৯০ বছর বয়সী ওড়িশি নৃত্যশিল্পী গুরু মায়াধর রাউত। তিনি অতীতে পেয়েছিলেন এমনকি পদ্মশ্রী খেতাবও । বুধবারই তিনি সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়েছেন । সেই ছবি ভাইরাল হয় এমনকি সোশ্যাল মিডিয়াতেও।

যা দেখে নেটিজেনরাও সরব হয়েছেন এমনকি কেন্দ্রের সমালোচনায় । শিল্পীর মেয়ে মধুরিমা রাউত বলেন, যেভাবে তাঁর বাবাকে উচ্ছেদ করা হয়েছে, তা খুবই আপত্তিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে তিনি বলেন, তাঁর সরকার শিল্পীদের উপযুক্ত সম্মান দেয় না। তাঁর দাবি, সরকার হয়তো শিল্পীদের উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছিল২০১৪ সালে, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের ২০২০ সালে তা জানানো হয়। এই উচ্ছেদের পিছনে নোংরা রাজনীতি আছে। শিল্পীদের আবাসন দিয়েছিলেন কংগ্রেসি প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। বিজেপি সরকার তা কেড়ে নিচ্ছে। কয়েক জন এখনও আঁকড়ে রয়েছেন দিল্লির সরকারি আবাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *