বাজার আগুন জামাইষষ্ঠীতে ! জোর ছ্যাঁকা মাছ-মাংস, সবজি-ফলে হাত দিলেই !
বেস্ট কলকাতা নিউজ : ফি বারের চেনা ছবিও এবারও। জামাইষষ্ঠীতে অগ্নিমূল্য বাজারদর। মাছ থেকে মাংস, ফল থেকে সবজি সবেরই দাম বেশ চড়া। জামাইষ্ঠীতে এককথায় আগুনে বাজার। জামাইষষ্ঠীর দিন বাজারে গিয়ে তা হাড়ে হাড়ে টের পেয়েছে মধ্যবিত্ত বাঙালি।
প্রতি বারের চেনা ছবির বদল হল না এবারেও। জামাইষষ্ঠীতে বাজার দরে আগুন। শহর থেকে জেলা, একই ছবি সর্বত্র। একেই আদার দাম কাঁদিয়ে ছাড়ছে। কোনও কোনও বাজারে রান্নায় অপরিহার্য্য এই উপাদান তিনশো থেক সাড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার জামাইষষ্ঠীর কয়েকদিন আগে থেকেই বাজারে চড়তে শুরু করেছিল শাক-সবজি, মাছ-মাংস, ফলের দাম । এদিনও লিচুর বান্ডিল বিকোচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। এবার আমের ফলন বেশি হওয়ায় খানিকটা হলেও দাম নাগালে রয়েছে। আগুন মাছের দামেও । কাতলা, রুই নাগালে থাকলেও ইলিশ, পাবদা, তোপসে, পারসে, চিংড়ির দাম বেশ চড়া। মুরগি হেকা বা খাসি, মাংসের দামও যেতে বসেছে নাগালের বাইরে। মুরগির মাংসই বেশ কিছু বাজারে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে। আজ আরও বেড়েছে খাসির মাংসের দাম। কিলো প্রতি খাসির মাংস কোনও কোনও বাজারে বিক্রি হয় ৮৫০ টাকা দরেও।