বাজি বিক্রি নিষিদ্ধ করোনা আবহের জেরে , কলকাতা পুলিশ মাইকে প্রচার চালালো বাজি বাজারে ঘুরে ঘুরে
বেস্ট কলকাতা নিউজ : এবার বাজি বিক্রি, বাজি ফাটানো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে করোনা পরিস্থিতির জেরে ৷এদিকে বাজারে বাজারে ঘুরে কলকাতা পুলিশ মাইকে প্রচার করছে এমনকি বাজি বিক্রির বিরুদ্ধেও৷ কালীপুজোর আগে বৃহস্পতিবার বিভিন্ন বাজারে ঘুরে কলকাতা পুলিশ মাইকে বিশেষ প্রচার চালায় বাজি বিক্রির বিরুদ্ধেও৷ বিক্রেতারা এবার এমনকি বিক্রি করতে পারবেন না কোনও ধরনের বাজিই৷ শুধু তাই নয়, কোনও ক্রেতা বাজি ক্রয় করলে,তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে৷ অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাজি বিক্রি করার অভিযোগে সল্টলেকের দত্তাবাদ থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷
এ বছর ছট, কালীপুজো, দীপাবলিতে কোন রকম বাজি পোড়ানো যাবে না বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবেই, শুধু তাই নয় আদালত এক নির্দেশিকাতে এও জানিয়েছে এ বছর প্রকাশ্যে কোন বাজি বিক্রি করাও যাবে না বলেও। এই প্রসঙ্গে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে সতর্ক থাকার।কড়া নজরদারি চালাতে বলা হয়েছে এমনকি স্থানীয় থানার পুলিশকেও৷অবশ্য কোর্টের নির্দেশের আগেই নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন,‘ বায়ুদূষণ চরম মারাত্মক কোভিড রোগীর পক্ষে। তাই কোনো রকম বাজি ফাটাবেন না কালীপুজোয়।