ভোট পরবর্তী হিংসা মামলা! NHRC’র রিপোর্ট ‘ত্রুটিপূর্ণ’, মনু সিংভির জোর সওয়াল কলকাতা হাইকোর্টে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি বৃহস্পতিবার রাজ্যের তরফে কলকাতা হাই কোর্টে এবার জোরদার সওয়াল করলেন ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের অসংগতি নিয়ে। অভিষেক মনু সিংভি উচ্চ আদালতে শুনানি চলাকালীন একরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই বলেন, ‘ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে একাধিক অসংগতি রয়েছে NHRC-র রিপোর্টে। এমনকি যে যে ঘটনার উল্লেখ রয়েছে রিপোর্টে , তার বেশিরভাগটাই ভোটের আগেকার ঘটনা। নির্বাচন কমিশনের হাতেই ছিল মূলত সেসময় রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব। আর এতেই স্পষ্ট বোঝা যায় যে, চরম পক্ষপাতদুষ্ট NHRC-র রিপোর্ট। আর যে যে রিপোর্ট জমা পড়েছে ভোটর পরবর্তী সময়ে হিংসা নিয়ে, তার অনেকগুলোতেই পুলিশ পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে।’ এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জুলাই।

অন্যদিকে, এই রিপোর্ট তৈরির জন্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা হেনস্তার মুখে পড়েন যাদবপুরের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে।এমনকি তাঁরা সেই রিপোর্টও জমা দিয়েছিলেন হাই কোর্টে। এ প্রসঙ্গে দিন ১৫ আগে কলকাতা হাই কোর্টের বিচারপতিদের বৃহত্তর বেঞ্চ শোকজ করে যাদবপুরের এলাকার দায়িত্বে থাকা আইপিএস রশিদ মুনির খানকেও । এদিন তিনি উত্তর দিয়েছেন শোকজেরও। সূত্রের খবর, বিচারপতিরা জবাবে সন্তুষ্ট। ফলে এই মামলায় আইপিএস রশিদ মুনির খান আপাতত স্বস্তিতেই রয়েছে। হাই কোর্টে এদিন সওয়াল-জবাবের সময় অভিষেক মনু সিংভির পালটা বক্তব্য রাখেন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি। তাঁর পালটা অভিযোগ,যাঁরা মানবাধিকার কমিশনের কাছে রাজনৈতিক হিংসা নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন, তাঁদের অনেককেই এখন পড়তে হচ্ছে এমনকি পুলিশ ও রাজনৈতিক নেতাদের হুমকির মুখেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *