বাড়ির খাবারের উপর চরম লোভ, বাড়িতে ঢুকে কুমড়ো, নারকেল এবং কাঁঠাল দিয়ে রাতের খাবার সারলো হাতি
নিজস্ব সংবাদদাতা : রোজ রোজ বাইরের খাবার খেতে ইচ্ছা করে না, সে মানুষ হোক কিংবা পশু। তাই প্রয়োজন ঘরের খাবার, তাই ফালাকাটার সাহুদিঘী গ্রামে এক গজরাজ বাড়িতে ঢুকে বাড়ির খাবার দিয়ে তার পেট ভরালো আলু কুমড়ো, কাঁঠাল এবং নারকেল যা পেলো তাই দিয়েই । এদিকে রাতও হয়ে গিয়েছিল বাড়িতে সেভাবে আলো ছিল না। তবুও হাতি আসে এই ধারণাটা ছিল তাদের মনে। তাই দূর থেকে আওয়াজ পেয়ে ভয়ে সরে গিয়েছিলেন তারা। ওই সুযোগে বাড়িতে ঢুকে পড়ল হাতি সামনে যে যে খাবার ছিল সে গিলে ফেলল। এবং নিয়েও গেল। হাতি কুমড়ো খেতে ভালোবাসে, কাঁঠাল খেতেও। তাই তার বাড়ির জন্য যাওয়ার সময় নিয়ে গেল।

ফালাকাটার ওই এলাকায় হাতির দাপট প্রচন্ডভাবে বেড়ে গেছে। সেভাবে খাবার পায় না ওরা, জানালো ওখানকার স্থানীয় মানুষ। তাই খিদের চোটে সামনে যা খাবার তাই নিয়ে চলে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না । খাবার নিয়ে চলে গেল হাতি। কুমড়ো ছিল প্রচুর, ছিল কাঁঠালও। তবুও কিছু মনে করছেন না স্থানীয় মানুষেরা। ওদেরও তো পেট আছে , খিদে পায়। আর আমরা সব সময় তৈরি, এই ধরনের ঘটনার জন্য। আবার আসলে আবার খাবার দেব এমনটাই জানালেন ওখানকার স্থানীয় এক মানুষ।