বাম ছাত্র সংগঠনের উত্তরকন্যা অভিযানকে ঘিরে সৃষ্টি হল ধুন্ধুমার পরিস্থিতি
বেস্ট কলকাতা নিউজ : বাম ছাত্র সংগঠনের উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার উত্তরকনাা। এদিন সকালে বিভিন্ন এলাকা থেকে আসা বাম শিক্ষক ছাত্র সংগঠনের উত্তরকন্যা অভিযানকে ঘিরে রনক্ষেত্র তৈরী হয়ে যায় এলাকা। সকাল থেকেই জড়ো হতে থাকেন বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র সংগঠনের সমর্থকেরা। মিছিল শুরু হয় এয়ারভিউ মোড় থেকে এবং উত্তরকন্যাতে গিয়ে শেষ হয় মিছিল।এদিন বিভিন্ন এলাকা থেকে আসা সমর্থকেরা এসে জড়ো হন এয়ারভিউ মোড়ের সামনে।সেখান থেকেই তারা রওয়ানা দেন উত্তরকন্যার দিকে।সকাল থেকেই ছেলে মেয়েদের ভীড় লেগে যায় এয়ারভিউ মোড়ে। বিভিন্ন দাবী দেওয়া নিয়ে মিছিলটি চলতে শুরু করলেই মিছিলকে আটকাতে উদ্যত হয় পুলিশ।শুরু হয় কাদানে গ্যাস ছোড়া। মিছিলকে আটকাতে তখন রনক্ষেত্র গোটা উত্তরকন্যা। হাজার হাজার বাম শিক্ষক সংগঠনের কর্মীরা ভীড় জমাতে শুরু করেন উত্তরকন্যা এলাকায়। জলকামানের তোড়ে সাময়িক ভেসতে যায় মিছিল।পুলিশ নিজেরা প্রথমে বাধা দিলেও পরে কাদানে গ্যাস এবং জলকামান ছোড়ে বিক্ষোভকারীদের দিকে। মিছিলের আগেভাগেই ছিলেন বাম ছাত্র সংগঠনের নেতৃত্ব। মিছিলটিকে উত্তরকন্যার অনেক আগেই আটকে দেয় পুলিশ। তবে এদিন মিছিলকে ঘিরে এলাকা রনক্ষেত্র হয়ে ওঠায় ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।