বারাসাতে রং তুলিতে অভিনব প্রতিবাদ কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে
বেস্ট কলকাতা নিউজ : কোনও রাজনৈতিক ব্যানার কিংবা প্ল্যাকার্ড হাতে নেই তাদের। মুখে নেই এমনকি কোনওরাজনৈতিক স্লোগানও। হাতে শুধুমাত্র রয়েছে প্রতিবাদের রঙ ও তুলি । আর তা দিয়েই একদল যুবক-যুবতী নিঃশব্দে এঁকে চলেছেন একের পর এক ছবি। পাশে রয়েছেন এমনকি প্রবীণরাও। তাঁরা এভাবেই অভিনব পদ্ধতি বেছে নিলেন কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল ও দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে। ঘটনাটি বারাসতের হরিতলা মোড় সংলগ্ন কে বি বসু রোডের। রীতিমতো শতরঞ্চি পেতে প্রতীকী অনশনও পালন করা হয় রাস্তার পাশে। যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল ছিল।
আমজনতার মধ্যেও কৌতূহল বাড়িয়েছিল খাস বারাসতে রাস্তার পাশে অভিনব এই প্রতিবাদ। প্রতিবাদীরা প্রতীকী অনশনেও বসেন সকাল দশটা থেকে প্রায় ছ’ঘন্টা । তাঁদের স্পষ্ট কথা,”কেন্দ্রীয় সরকারকে কৃষি বিল প্রত্যাহার করতে হবে কৃষকের দাবি মেনে। আর তা নাহলে কৃষকদের দেখানো পথে আগামী দিনেও তাঁরা রঙ ও তুলির মধ্যে দিয়ে প্রতিবাদ জানাবেন রাস্তায় নেমে।”