বিকানের এক্সপ্রেস দূর্ঘটনা: মৃত বেড়ে ৯, কমপক্ষে ৪০ জন চিকিৎসাধীন হাসপাতালে
বেস্ট কলকাতা নিউজ : বৃহস্পতিবার উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহনিতে বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৷ হাসপাতালে চল্লিশ জনের বেশি যাত্রী চিকিৎসাধীন রয়েছেন আহত অবস্থায় ৷ এদের মধ্যে ১৫ যাত্রী রয়েছেন চরম আশঙ্কাজনক অবস্থায়। আহতরা চিকিৎসাধীন রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল,উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং ময়নাগুড়ি হাসপাতালে।
এদিকে রেলের তরফে জানানো হয়েছে, সব যাত্রীদেরই উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি থেকে৷ রেল লাইনের উপর থেকে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে সকাল থেকে ৷ পাশাপাশি কামরার ভিতরে আর কোনও যাত্রী আটকে আছেন কি না, তাও দেখে নেওয়া হচ্ছে ভাল ভাবে৷ আজ সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছনোর কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের৷ বৃহস্পতিবার রাতেই তিনি হাওড়া থেকে বিশেষ ট্রেনে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ দুর্ঘটনাস্থলে রয়েছেন আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা৷ইতিমধ্যেই মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে রেলের তরফে৷ এমনকি জানানো হয়েছে গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও৷