বিচিত্র জিনিসের সমাহার চোখে পড়বে রাজ বসুর সানডে হাটে ঘুরতে এলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আপনি সানডে হাটে ঘুরতে এলে অনেক কিছুই দেখতে পাবেন, পাহাড়ের সব জিনিস পাবেন। পাবেন শাক-সবজি, চা পাতা এবং গরম জামা কাপড়। শিলিগুড়ি শহরে মডেল হাইস্কুলে রাজ বসুর এই সানডে হাট এক অসাধারণ বার্তা বহন করে। বিভিন্ন রকমের জিনিস পাওয়ার আগ্রহ যে রাজ বসুর ছিল সেটা বোঝা যায় তার জিনিসের ধারাবাহিকতা দেখে। তার সানডে হাট এক অসাধারণ দ্রষ্টব্য। সানডে হাট তৈরি করে মানুষকে আধুনিকতা শিখিয়েছেন। আর তাদের দেখিয়েছেন দিনের পর দিন কি ভেবে বেড়েই চলেছে এই সানডে হাটের জনপ্রিয়তা, তবে শুধু জনপ্রিয়তা বললে ভুল হবে ওটা উত্তরবঙ্গ জুড়ে আছে, জানালেন রাজ বসু।

তিনি আরো জানান আমার স্বপ্নের এই সানডে হাট মানুষের কাছে এক আলাদা বৈশিষ্ট্য এনে দেবে । তাইতো আমি ধৈর্য ধরে বসে আছি, আমি তো থাকতে পারি না বেশি তাই আমার সাথে যারা সহযোগিতা করেন এবং করে চলেছেন তাদের সংখ্যাi বেশি। রাজ বসু আরো বলেন , এখানে যে যে জিনিস আপনি পাবেন অন্য কোথাও এত সহজে সে সব জিনিস পাবেন না। আর এটাই এই সানডে হাট এর বৈশিষ্ট্য, জানান রাজ বসু । তিনি এও জানান আমার কাছে এই জিনিসটার গুরুত্ব অনেক। আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। এবার আমি চালিয়েও যেতে চাই বছরের পর বছর ধরে। এমনটাই জানালেন গোটা ভারতবর্ষের পর্যটনের অন্যতম মহীরুহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *