বিজেপি কর্মীর রহস্যমৃত্যু দুবরাজপুরে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক শিবিরের
বেস্ট কলকাতা নিউজ :বিজেপি কর্মীর রহস্য মৃত্যু হল বীরভূমের দুবরাজপুরে । দেহ উদ্ধার করা হয় ভোররাতে পুকুর পাড় থেকে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভোটের আবহে এই ঘটনায়। ওই ব্যক্তিকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা গেছে মৃত ব্যক্তির নাম পতিহার ডোম (৩৭)। তিনি দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেরা গ্রামের বাসিন্দা। এলাকার একটি পুকুরের পাড় থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয় মঙ্গলবার দিনের আলো ফোটার আগেই।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি রাতে নিজের বাড়িতেই ছিলেন। বেরিয়ে যান একটা ফোন এলে। তার পর আর বাড়িতে ফেরেননি। ভোররাতে গ্রামের বাসিন্দারা তাঁর নিথর দেহ দেখতে পান। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির মুখে ক্ষত ছিল বলে। তাদের ধারণা, তাঁকে কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। এদিকে বিজেপি-র দাবি, তাদের সক্রিয় কর্মী ছিলেন পতিহার। সেই জন্যই তাঁকে খুন হতে হয়েছে ভোটের আগে। পরে পুলিশ দেহ তুলে নিয়ে যেতে এলে, স্থানীয় বিজেপি কর্মী এবং গ্রামের বাসিন্দারা দেহ আটকে বিক্ষোভও দেখান।