বিজেপি নেতাদের উদ্দেশে টুইট অর্থ এবং নারীর চক্র নিয়ে, এফআইআর দায়ের হল তথাগত রায়ের বিরুদ্ধে
বেস্ট কলকাতা নিউজ : টুইট করার জের বিজেপি নেতাদের উদ্দেশে, এবার থানায় এফআইআর দায়ের হল তথাগত রায়ের বিরুদ্ধে। এফআইআর দায়ের হয়েছে নারী পাচার ও আর্থিক তছরুপের অভিযোগ তুলে। গতকাল মঙ্গলবার আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন কলকাতার হেয়ার স্ট্রিট থানায়। তিনি তাঁর অভিযোগে আরও জানিয়েছেন, টিভি ও সামাজিক মাধ্যমে তথাগত বলেছেন, নারী ও অর্থের ব্যাপক আদানপ্রদান হয়েছে এই বিধানসভা নির্বাচনে। তাঁর কাছে এমনকি রয়েছে সেই তথ্যও। সায়নের কথায়, ‘‘এটি একটি গুরুতর বিষয়। থানায় অভিযোগ করেছি তা নিয়েই। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক।’’
জানা গেছে তথাগত রায় সম্প্রতি টুইটে লেখেন, পার্টি পিছোবে ‘৩ থেকে ৭৭ (এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে , এগোবে না। অত্যাবশ্যক অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করাতও। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা— এঁরা দু’জনে নেতৃত্ব দিন। পুরনো চক্রে ফেঁসে থাকলে এখন যে প্রার্থী পাওয়া যাচ্ছে না পুরভোটের জন্য চলবে এরকম অবস্থাই।’
সায়ন মামলা করেন তথাগত রায়ের এই টুইট তুলে ধরেই। তিনি এও বলেন, ‘‘এঁরা পণ্যে পরিণত করেছে নারীর দেহকে ।এমনকি আদানপ্রদানেরও কথা বলছেন সে জন্য। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে নারী পাচার আর অন্য দিকে অর্থ লেনদেনের কথা বলা হচ্ছে ওই মন্তব্যের মধ্য দিয়েই। তাই এটার উচিত যথাযথ তদন্ত হওয়া ।এদিকে ’তথাগতকে ডেকে জেরা করার দাবি জানিয়ে সায়ন এও বলেন, ‘‘তথাগত রায় বলছেন, অনেক তথ্যপ্রমাণ রয়েছে তাঁর কাছে। ফলে গোটা বিষয়টি কী? তার সত্যতাই বা কী? তা জানা দরকার সাধারণের মানুষেরও। কারণ, এর পিছনে থাকতে পারে বড় কোনও চক্রও। আমি তাই চাই, পুলিশ তাঁকে ডেকে একবার জিজ্ঞাসাবাদ করুক।’’