বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :তখন কি বলবেন? বিশ্বের সবচেয়ে উত্তরের দ্বীপ কোনটি যদি বলা হয়, শুনুন তাহলে, সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ। তারা এটির আবিষ্কার করেন অতি বিরূপ পরিস্থিতিতে মানিয়ে নেওয়া নতুন প্রজাতির অনুসন্ধান করতে গিয়েই । গ্রিনল্যান্ড উপকূলে এর অবস্থান। আর গ্রীনল্যান্ড একটি বিশাল স্বায়ত্তশাসিত আর্কটিক অঞ্চল যা ডেনমার্কের অন্তর্গত। দ্বীপটি আবিষ্কৃত হয়েছিল একটি ডেনমার্ক-সুইস গবেষণা অভিযানের সময়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে ” ১৯৭৮ সাল থেকে সর্বসাধারণের আগ্রহের কেন্দবিন্দু উডাক আইল্যান্ডের উদ্দেশ্যে গবেষকরা নমুনা সংগ্রহের জন্য যান গত বছরের জুলাইয়ে। গ্রিনল্যান্ডের বিশাল স্বায়ত্তশাসিত আর্কটিক অঞ্চলটি ডেনমার্কের অন্তর্গত। কিন্তু ড্যানিশ কর্মকর্তারা অবস্থান পরীক্ষা করে দেখেন তারা রয়েছেন ৮০০ মিটার উত্তরে। তারা জানান ৬০ ও ৩০ মিটার দৈর্ঘ্য-প্রস্থের দ্বীপটি উত্তর মেরুর সবচেয়ে কাছের ভূমি বলেই ।”বিজ্ঞানীরা মূলত পরিদর্শন করতে চেয়েছিলেন সর্ব উত্তরের দ্বীপ বলে পরিচিতি উডাক আইল্যান্ড। তাদের লক্ষ্য ছিল অতি বিরূপ পরিস্থিতিতে মানিয়ে নেওয়া নতুন প্রজাতির অনুসন্ধান করা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *