বিধায়কদের প্রথম দফার শপথ গ্রহণ শুরু হল বিধানসভায় , শুক্রবার হচ্ছে শেষ দফার শপথ গ্রহণ
বেস্ট কলকাতা নিউজ : আজ বৃহস্পতিবার প্রথম দফায় ৭৮জন বিধায়ক শপথ নিলেন রাজ্য বিধানসভায়। দ্বিতীয় দফায় শপথ নেবেন ৬৬ জন বিধায়ক,সূত্র মারফত এমনটাই জানা গেছে। প্রথম পর্যায় শপথ গ্রহণ ১১ টা থেকে ১ টা পর্যন্ত। দ্বিতীয় দফায় শপথ গ্রহণ শুরু হবে বেলা ২ টো থেকে, বিকেল ৪ টা পর্যন্ত তা চলবে। বিধানসভায় বাকি বিধায়কদের শপথ গ্রহণ হবে আগামী কাল অর্থাৎ শুক্রবার। ওইদিন দুই’দফায় শপথ নেবেন ১৫১ জন বিধায়ক। আজ সুব্রত মুখোোধ্যায় বিধায়কদের শপথ গ্রহণ করান প্রোটেম স্পিকার হিসেবে। শনিবার বিধানসভার অধিবেশন বসবে। ওই দিন বিধায়কদের দ্বারা স্পিকার নির্বাচন হবে। বিমান বন্দ্যোপাধ্যায় আবার বিধানসভায় স্পিকার হচ্ছেন বলেই জানা যাচ্ছে।
বৃহস্পতিবার ১৪০ শপথ নিচ্ছেন। শুক্রবার ১৫১ জন বিধায়ক শপথ নেবেন। দুদিনে শপথ নেবেন মোট ২৯১ জন বিধায়ক। খড়দার তৃণমূল বিধায়ক করোনা সংক্রমণে মারা গেছেন ফল প্রকাশের আগে। এ ছাড়া নির্বাচনের আগে দুই বিধানসভার প্রার্থী প্রয়াত হওয়ায় নির্বাচন হয়নি সেখানে। তাই দুদিনে সাকুল্যে শপথ নেবেন ২৯৪টি বিধানসভার মধ্যে ২৯১টি বিধানসভার বিধায়করাই।