বিপুল আর্থিক তছরূপ ২৫০ কোটি টাকার, এবার বিরাট এক দুর্নীতির অভিযোগ উঠলো আরও এক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নিয়োগ দুর্নীতি নিয়ে যখন ‘মুখ পুড়েছে’ রাজ্য শিক্ষা ব্যবস্থার। সেই সময় ফের উঠল বেনিয়মের গুচ্ছ-গুচ্ছ অভিযোগ। এবার রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তছরূপের অভিযোগ এল প্রকাশ্যে। এমনকি সামনে এসেছে বিশ্ববিদ্যালয়ের সেই অডিট রিপোর্টও । যা দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। পাঁচ বছরে ২৫০ কোটি টাকা গায়েব! অডিট রিপোর্টে অবশেষে পর্দাফাঁস হল বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অভিযোগের।

কোথায় কোথায় ঠিক উঠেছে দুর্নীতির অভিযোগ?

১. উপযুক্ত গ্রেডের থেকে বেশি টাকায় বেতন দিয়ে কয়েক কোটি টাকার বেশি লোপাট

২. কর্মসমিতির অনুমোদন ছাড়াই দেদার পদ তৈরি করে কর্মী নিয়োগ, নেপথ্যে নেপটিজম

৩. নিয়মের তোয়াক্কা না করেই সর্বোচ্চ পদেরও দ্বিগুনের বেশি গ্রুপ ডি কর্মী নিয়োগ

৪. প্রয়োজনীয় স্থায়ী অধ্যাপকের অর্ধেক স্থায়ী অধ্যাপকও নেই বিশ্ববিদ্যালয়ে

৫. কোনও বিজ্ঞাপন ছাড়াই বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপদেষ্টামণ্ডলীতে নিয়োগ, বেতন বাবদ বরাদ্দ লাখ লাখ টাকা

৬. বিশ্ববিদ্যালয়ের প্রোমোশনের জন্য কোনও টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার বরাত

৭. পদো্ন্নতিতেও বেনিয়মের অভিযোগ উঠেছে

বেনিয়মের অভিযোগ প্রায় স্বীকার করে নিয়েই উপাচার্য তাপস চক্রবর্তী এও বলেন, “২০১৮-২০১৯ থেকে ২০২২-২০২৩ অর্থবর্ষের এই অডিট রিপোর্ট। ক্যাগ লক্ষ্য করেছে এখানে তছরূপ হয়েছে। প্রায় আড়াশো কোটি টাকার কাছাকাছি দুর্নীতি হয়েছে। তবে ক্যাগের ফাইনাল রিপোর্ট এখনও হাতে পাইনি আমি। এই বিষয়টি নিয়ে অবশ্যই তদন্ত করা উচিৎ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *