বিপুল পরিমানে কচ্ছপ উদ্ধার বারাসতে ,গ্রেপ্তার ৬ পাচারকারী
বেস্ট কলকাতা নিউজ : বন দপ্তর পাচারের আগেই উদ্ধার করল বিপুল পরিমাণ কচ্ছপ । পাশাপাশি উত্তরপ্রদেশের ছয় পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে এই কচ্ছপ উদ্ধারের ঘটনায়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সকালে তাদের হাতেনাতে ধরা হয় বারাসতের ডাকবাংলো মোড় থেকে।
বন দপ্তর সূত্রে আরও জানা গেছে, প্রায় দেড় হাজার কচ্ছপ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল একটি পিক-আপ ম্যাক্স গাড়িতে করে। বন দপ্তরের কর্মীরা সেই খবর পেয়ে আগে থেকেই ওঁত পেতে বসেছিল। কচ্ছপ বোঝাই গাড়িটির গতি রোধ করা হয় বারাসতের ডাকবাংলো মোড়ের কাছে আসতেই। তল্লাশি চালিয়ে ৫২ টি বস্তা মেলে গাড়ি থেকে। প্রায় দেড় হাজার কচ্ছপ ছিল যার ভিতরে। গাড়ি সমেত কচ্ছপগুলিকেও এমনকি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, বন দপ্তর গ্রেপ্তার করে ছয় পাচারকারীকেও। অন্যদিকে, ধৃত ছয় পাচারকারীকে এদিন দুপুরে বারাসত আদালতে তোলা হয় ।আজ আদালতে আবেদন করা হয়েছে বন দপ্তরের তরফে কচ্ছপগুলোকে নিজেদের হেপাজতে চেয়ে।