বিরল প্রজাতির ক্যামেলিয়ন উদ্ধার হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়
বেস্ট কলকাতা নিউজ : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের বনকাটা গ্রামের বাসিন্দা সৌমেন প্রতিহারের বাগানে তার পরিবারের লোকেরা দেখতে পায় বিরল প্রজাতির একটি ক্যামেলিয়নকে। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। মানুষও ভিড় জমায় ক্যামেলিয়েনটিকে দেখতে ।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সৌমেন প্রতিহার ক্যামেলিয়ন টিকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসে এবং বিষয়টি জানায় বনদফতর কে । খবর পেয়ে স্থানীয় বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায় । বন দফতর এর কর্মীদের হাতে ক্যামেলিয়ন টিকে তুলে দেয় সৌমেন প্রতিহার ও তার পরিবারের লোকেরা।বন দফতর এর পক্ষ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিরল প্রজাতির ওই ক্যামেলিয়ন টি । তার শারীরিক চিকিৎসার পর ক্যামেলিয়ন টি কে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয় বন দফতর এর পক্ষ থেকে ।
তবে ক্যামেলিয়ন টি কে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়ায় সৌমেন প্রতিহার ও তার পরিবারের সকলকে বন দফতর এর পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।