বিরোধী শাসিত রাজ্যগুলি জিএসটি-র ক্ষতিপূরণ বাবদ ৩৫ হাজার কোটি টাকা চাইল কেন্দ্রের কাছে
বেস্ট কলকাতা নিউজ : গত এপ্রিল থেকে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ সেস বাবদ যত টাকা আদায় করেছে, রাজ্যগুলিকে দেওয়া হোক তার পুরোটাই। বুধবার বিরোধী শাসিত রাজ্যগুলি এমনই দাবি করল মোদী সরকারের কাছে । তাদের হিসাবমতো আদায় হওয়া কমপেনসেশন সেসের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তবে রাজ্যগুলি অতিমহামারীর সময় তাদের খরচ চালাতে সমর্থ হবে এই অর্থ পেলে।
গত সোমবার রাতে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে ২০ হাজার কোটি টাকা দিয়েছে কমপেনসেশন সেস বাবদ। ২০২০ সালের আর্থিক বছরে রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হল এই প্রথমবার। এদিন ছত্তিসগড়ের বাণিজ্যিক কর মন্ত্রী টি এস সিং দেও বলেন, জিএসটি-র ক্ষতিপূরণ বাবদ ২৯ হাজার কোটি টাকা আদায় হয়েছিল অগাস্ট মাস অবধি। সেপ্টেম্বরের মধ্যে ওই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩৫ হাজার কোটি টাকায়। তাঁর দাবি, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বাবদ আদায় করা অর্থ থেকে রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার ১১ হাজার কোটি টাকা দিক। পাঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত বাদল এই দাবি সমর্থন করে বলেন, কেন্দ্রীয় সরকার যেন নিজের কাছে না রাখে সেস বাবদ সংগৃহীত অর্থ।