নিজেই ভোটার কার্ডের ঠিকানা আপডেট করে নিন সহজ কয়েকটি ধাপে, দেখেনিন বিস্তারিত পদ্ধতি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আধার কার্ড, প্যান কার্ডতো জরুরী বটেই, কিন্তু ভোটার কার্ডের শুদ্ধিকরণ আবশ্যিক নাগরিকত্বের প্রধান পরিচয় হিসেবেও। পাশাপাশি জরুরী ভোটার কার্ডের আপডেট রাখাতও। এমনকি ঠিকানা বদলের সময় সমস্যার মুখে পড়েন বেশিরভাগই প্রাপ্তবয়স্ক নাগরিকই।প্রতিদিন এদিক সেদিক ছুটতে হয় সঠিক পদ্ধতি না জানার কারণেও। এবার জেনে নিন কি করে আপনি বাড়িতে বসে ফোনের মাধ্যমে সুবিধামতো পাল্টে নিতে পারবেন ভোটার কার্ডের ঠিকানা। বিস্তারিত পদ্ধতি রইলো ধাপে ধাপে…,

যদি আপনি নতুন কোনও নির্বাচনী এলাকায় শিফট করে থাকেন, সেক্ষেত্রে ‘Online Application for Registration if new Voter/Transfer from AC to AC’-শর্তের অধীনে’Form 6′-এ ক্লিক করতে হবে।এখানে, পূর্ণ করুন জন্ম তারিখ, রাজ্য, আপনার নাম, নির্বাচন এলাকা, বর্তমান স্থায়ী ঠিকানা ইত্যাদি তথ্যাবলি দিয়ে।এরপর আপলোড করুন ফোটোগ্রাফ, অ্যাড্রেস প্রুফ এবং বয়স সহ সকল দরকারি ডকুমেন্ট। সবেশেষে ডিক্লেয়ারেশন অপশনটি টিক করুন এবং ক্যাপচা লিখুন।এবার ক্লিক করুন ‘Submit’ অপশনে গিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *