বিলগ্নিকরণের প্রতিবাদ , শ্রমিক বিক্ষোভ রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে
বেস্ট কলকাতা নিউজ : অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে বেতন চুক্তি সম্পন্ন হয়নি বলে৷ পাশাপাশি খবর পাওয়া যাচ্ছে বেসরকারিকরণ করা হবে রাষ্ট্রায়ত্ত ভিলাই এবং দুর্গাপুর ইস্পাত কারখানাকে৷ আর এর জেরেই শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সামিল হল তুমুল বিক্ষোভে৷ আজ তারা বিক্ষোভ দেখায় এমনকি দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে৷
দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিটিইউসির পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিন আগে যে বৈঠক আয়োজিত হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শ্রমিক সংগঠনদের নিয়ে , নতুন করে সেখানে লাগু করা হয়নি বেতন সংক্রান্ত চুক্তি৷ সেইসঙ্গে কেন্দ্রীয় সরকার একের পর এক বিলগ্নীকরণ করতে চলেছে ভিলাই, দুর্গাপুর ইস্পাত কারখানা সহ লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে। আজ তারা বিক্ষোভে সামিল হয় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের পক্ষ থেকে এই ঘোষণার পরই৷ সংগঠনের সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষ জানান, দুর্গাপুর ইস্পাত কারখানায় ঢুকতে দেওয়া হবে না কারখানার স্থায়ী ও ঠিকা শ্রমিকদের৷ আন্দোলন চালিয়ে যাওয়া হবে যতদিন না স্থায়ী সমাধান হবে, এমনকি ততদিন পর্যন্তও৷