বিশিষ্ট কিশোর সাহিত্যিক অনীশ দেব এবার পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কার
বেস্ট কলকাতা নিউজ : যখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা কে কেন্দ্র করে উত্তাল তোলপাড় সমগ্র রাজ্য ঠিক তখনই বয়ে এল স্বস্তির খবর। কিশোর সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য বিশিষ্ট কিশোরে সাহিত্যিক অনীশ দেব পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হতে চলেছেন । আগামী ২৬ মে নিউটাউনের নজরুল তীর্থে বিকেল ৫ টায় তাঁর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার ।
অনীশ দেবের পুরস্কার প্রাপ্তিতে বাংলা সাহিত্য মহলে বয়ে চলেছে খুশির হাওয়া । অনীশ দেবের জন্ম ১৯৫১ সালের ২২ অক্টোবর, কলকাতায়। পদার্থ বিজ্ঞানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক স্নাতক।তিনি বিশ্ববিদ্যালয়ের দুটি স্বর্ণ ও একটি রৌপপদক পেয়েছেন । কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের রিডার ছিলেন তিনি। ১৯৬৮ সালে অনীশ দেব লেখালেখি শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস ও গল্পগ্রন্থ হল– ঘাসের শীষ নেই, সাপের চোখ, তীরবিদ্ধ, জীবন যখন ফুরিয়ে যায় ইত্যাদি। সম্পাদনা করেছেন সেরা কল্পবিজ্ঞান, সেরা কিশোর কল্পবিজ্ঞান ইত্যাদি গ্রন্থ। তাঁর জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থ হল– বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত ইত্যাদি। এর আগে প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার (১৯৯৮) ও ডঃ জ্ঞানচন্দ্র ঘোষ পুরস্কারে (১৯৯৯) সম্মানিত হয়েছেন তিনি।