ভোটের গণনার দিন এক রকম বনধের চেহারা নিলো শহর কলকাতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শুনশান শহর কলকাতার রাস্তাঘাট৷ যানবাহন প্রায় নেই বললেই চলে৷ কলকাতার চেহারা এরকমই ছিল বৃহস্পতিবার সকালে৷ এক রকম বনধ পালন করা হচ্ছে, রাস্তায় বেড়িয়ে ঠিক এরকমই মনে হচ্ছিল কলকাতা শহর বাসীর ৷সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের৷ সঠিক সময়ে বাড়ি থেকে বেড়িয়েও তাঁরা পৌঁছতে পারেননি নিজেদের গন্তব্যে৷ প্রতিদিনের তুলনায় সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা মূলত কম চোখে পড়েছে ৷অটো থাকলেও অন্যদিনের তুলনায় সংখ্যায় অর্ধেকেরও কম৷ হলুদ ট্যাক্সির সংখ্যায় প্রায় নেই বললেই চলে ৷ তবে রাস্তায় বেড়িয়ে চরম বিপাকে পড়া মানুষকে ভরসা যুগিয়েছে অ্যাপ ক্যাব৷ অনেক ট্যাক্সিওয়ালাই নানা ঝামেলার ভয়ে গাড়ি চালাতে চাইছেন না৷

মোবাইলে খবরের চ্যানেল দেখে দেশের রায় জানার চেষ্টা করছেন প্রায় অনেকেই৷ অনেক অটো চালকেরই বক্তব্য বেশিদূর যাব না৷ যদি কোনও ঝামেলায় পড়ে যান, এমন ই আশংকাই করছেন তাঁরা৷সকাল ৮টা থেকেই কলকাতায় অফিস যাত্রার ব্যস্ততা শুরু হয়৷ সেই ছবিটা কিন্তু এদিন ছিল না৷ সকাল আটটা থেকেই কলকাতার স্বাভাবিক চিত্রটা অন্যান্য দিনের তুলনায় অনেক আলাদা৷ রাস্তায় মানুষের সংখ্যাও ছিল কম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *