বিশ্বভারতীর পাশেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে রবীন্দ্র-সংস্কৃতির প্রকাশে
বেস্ট কলকাতা নিউজ : মাঝে-মধ্যেই রাজ্য-কেন্দ্র সংঘাত বাঁধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে কেন্দ্র করে। আর এই সংঘাতের মধ্যেই রাজ্য সরকার নতুন আরেকটা বিশ্ববিদ্যালয় তৈরি করছে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশেই।মুখ্যমন্ত্রী যার নামকারণ করেছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় নামেও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বোলপুরেই রয়েছেন। গতকাল সোমবার প্রশাসনিক বৈঠকের ফাঁকেই তিনি জানিয়ে দিলেনঠিক কোন পথে চলবে নতুন এই বিশ্ববিদ্যালয়।
তিনিই এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্বপন দত্তকে প্রশাসনিক বৈঠক থেকে বলেন, ‘আমি চাই রবীন্দ্র-সংস্কৃতির প্রকাশ ঘটুক বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়েও। বিশেষত, এখানকার ছাত্র-ছাত্রীরা পারদর্শী হোক’ নৃত্য, সঙ্গীত, শিল্পকলা প্রভৃতি বিষয়ে নিয়েও। অর্থাত্ মুখ্যমন্ত্রী স্পষ্টই চাইছেন নতুন এই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন হোক সম্পূর্ণ ভাবে বিশ্বভারতীর ধাঁচেই। পাশাপাশি তাঁর আর সংযোজন, ‘বিশ্বভারতীতে যে ভাবে পৌষমেলা থেকে শুরু করে সবই বন্ধ হয়ে গিয়েছে, ওগুলো আস্তে আস্তে আপনারা নিয়ে নিন। মানে নিজেদের জায়গায় নিয়ে নিন’।