বিশ্ব পরিবেশ দিবসে চারা রোপন করলেন মেয়র নিজেই
বেস্ট কলকাতা নিউজ : আজ শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে বিভিন্ন সমাজসেবি সংগঠন, বিদ্যালয় এবং সহনাগরিকদের সাথে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হল শিলিগুড়ির রাজপথ জুড়ে পদযাত্রা, বৃক্ষ রোপণ সহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে। এদিন শিলিগুড়ি পুরনিগমে অন্যান্য কাউন্সিলারদের সাথে গাছ লাগালেন মেয়র গৌতম দেবও। তিনি জানালেন আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশকে রক্ষা করতে পারে একমাত্র গাছ। তাই আমাদের সবার উচিত যতটা পারা যায় এবং যতখানি পারা যায় গাছ লাগানো। এটা আমাদের নাগরিকদের কর্তব্য। গাছ লাগান এবং প্রান বাচাও এটাই আমাদের একমাত্র লক্ষ থাকা উচিত। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আই সি গার্গী চ্যাটার্জী। গোটা পুরসভার এলাকাজুড়ে গাছ লাগান মেয়র এবং মেয়র পারিষদের অন্যান্য সদস্য এবং কর্মীরা। মেয়র জানান আজ গোটা শিলিগুড়ি শহরের মধ্যে গাছ লাগানো হবে।