বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে কচি কাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো শিলিগুড়ি পুরনীগমের তরফ থেকে
শিলিগুড়ি : গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে শিলিগুড়ি পুরোনিগম এর তরফ থেকে আয়োজন করা হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা। শিলিগুড়ি পুরোনিগম এর আয়োজন করা আঁকা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শিলিগুড়ির ছোট ছোট প্রতিযোগিরা। এদিন মেয়র নিজে দাঁড়িয়ে থেকে ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ দেন। মেয়র জানান আজকে বিশ্ব পরিবেশ দিবসে, তাই আজকের দিনটিতে বাচ্চাদের জানানো উচিত এই দিনটার গুরুত্ব কি , তাই আজকে এখানে বিষয় ছিল আঁকা। দেখলাম বাচ্চাদের প্রচন্ড উৎসাহ আছে। ওদের দেখে ভালো লাগল। তবে ওদের সবাইকে বলেছি গাছ লাগাতে হবে। তবেই পরিবেশ এর ভারসাম্য বজায় থাকবে। এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং অন্যান কাউন্সিলররাও ।