বিয়ে না হয়েও ‘বিবাহিত’! বিডিও-র দ্রুত কন্যাশ্রীর আশ্বাস এক ছাত্রীকে
বেস্ট কলকাতা নিউজ : বিয়ে না হওয়া সত্ত্বেও ‘বিবাহিত’! এদিকে প্রশাসনও নড়চড়ে বসল এই খবর প্রকাশ হতেই । অভিযুক্ত বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই শুধু নয়, বিডিও শুভঙ্কর মজুমদার দ্রুত কন্যাশ্রীর ভাতা দেওয়ার আশ্বাসও দিলেন পূর্ব বর্ধমানের জামালপুরের এক ছাত্রীকে।
ঘটনাটি ঠিক কী? জামালপুর ১ পঞ্চায়েতের উত্তর মোহনপুর গ্রামের বাসিন্দা মণিমালা মণ্ডল। বাবা পেশায় ফুচকা বিক্রেতা, দাদা টোটো চালান। মা সাধারণ গৃহবধূ। মণিমালা পড়াশোনা ছাড়েননি সংসারে অভাবে থাকলেও। জামালপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, আর জামালপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। এখন জামালপুর কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী তিনি।
বিডিও-কে লিখিত অভিযাগে মণিমালা জানিয়েছেন, ২০২০ সালে রাজ্য সরকারের কন্যাশ্রী ভাতার জন্য আবেদন করেছিলেন নির্দিষ্ট নিয়ম মেনেই, কিন্তু টাকা পাননি! গত ২৭ ডিসেম্বর বিডিও অফিসে খোঁজ নিতে গিয়েছিলেন তিনি। তখন কন্যাশ্রী আধিকারিকের কাছ থেকে জানতে পারেন, রিপোর্ট জমা পড়েছে ‘তিনি বিবাহিত বলে। তাই কন্যাশ্রীর ভাতা তিনি পাবেন না’। ওই কলেজ ছাত্রীর অভিযোগ, তাঁর বিয়ে হয়নি। ভুল রিপোর্ট দিয়েছেন বুথ লেভেল অফিসার। এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদারও।